বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী প্রশ্নোত্তর

প্রশ্ন : আমার কাছে একজন লোকের কিছু গচ্ছিত মাল ছিল। মালগুলো তাকে ফিরিয়ে দেওয়ার আগেই সে মৃত্যুবরণ করে। দুনিয়াতে তার কোনো ওয়ারিশ নাই, তাহলে এ সম্পদ এখন কি করবো?

বেলাল আহমদ
বরিশাল

প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৯, ৮:৩০ পিএম

উত্তর : স্মরণ করে দেখবেন, আমানতকারী (যিনি গচ্ছিত রেখেছিলেন) এ বিষয়ে কোনো ওসিয়ত করেছিল কি না। যদি না করে থাকে, তাহলে আপনার শতভাগ নিশ্চিত হতে হবে যে, তার কোনো ওয়ারিশ নেই। ওয়রিশের বহু ধাপ রয়েছে। পুত্র, কন্যা, স্ত্রী, পিতা-মাতা, ভাই-বোন, চাচা, ফুফু ইত্যাদি কেউই যদি না থাকে তাহলে এ সম্পত্তির প্রাপক ইসলামী শরীয়তি সরকার। এমন ব্যবস্থা যেহেতু বর্তমান মুসলিম সমাজ চালু করতে পারছেনা, অতএব এসব কোনো সওয়াবের কাজে লাগাতে হবে। যার সম্পূর্ণ নেকী ওই মৃত আমানতকারী ব্যক্তি প্রাপ্ত হবেন।
সূত্র: জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফতওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন: মুফতি আল্লামা উবায়দুর রহমান খান নদভী
আপনিও আপনার প্রশ্ন পাঠাতে পারেন :

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
ঠিক আছে আপনারদের অনেক ধন্যবাদ ।কেননা আপনারা যে, একটা ইসলামিক প্রশ্ন উক্তরের জন্য একটা পরিচ্ছেদ রাখলেন।
Total Reply(0)
Billal Hosen ২৭ নভেম্বর, ২০১৯, ৯:০০ এএম says : 0
Alhamdulillah.
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন