শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী প্রশ্নোত্তর

প্রশ্ন : আমার বোনের স্বামী উনাকে তালাকনামা পাঠিয়ে দিয়েছেন। তালাকনামায় তিন তালাকের কথা উল্লেখ করেছেন। তালাকনামার এক কপি চেয়ারম্যান, এক কপি আমার আব্বু আর এক কপি আমার বোনের কাছে পাঠিয়েছেন। প‚র্বে উনি অনেকবার মুখেও বলেছিলেন তালাক এর কথা (এক বার করে)। কিন্তু এরপর আবার স্বামী-স্ত্রী স্বাভাবিক হয়ে যান। কিন্তু এইবার এই কাজ করে ফেলেছেন। এখন উনি বলছেন উনি তালাক নামা বাতিল করবেন। আমরা জানি যে এই দেশের আইন অনুযায়ী তালাকনামা বাতিল যোগ্য। কিন্তু আমার প্রশ্ন ইসলামের দৃষ্টিতে কি এই বিয়ে আর আছে নাকি? তালাকনামায় অনেক ধরনের মিথ্যা কথা উল্লেখ করেছেন। আসলে আমার নিজের বোন দেখে বলছিনা। সত্যি যেসকল কারণ দেখিয়েছেন সব মিথ্যা আর বানোয়াট।

রাজিয়া সুলতানা রুমী
ই-মেইল থেকে

প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ৮:২৭ পিএম

উত্তর : প্রথম এক তালাক দিয়ে সংসারে ফিরে আসায় বিয়ে বহাল আছে। এবারও কাগজপত্রে তিন তালাক দিয়ে আপনার দুলাভাই মূলত কী বোঝাতে চান বা আসলে কয় তালাক দিয়েছেন কিংবা দিয়েছেন কি না এর সবই তার নিয়তের ওপর নির্ভর করে। যদি এটি তিনি ফিরিয়ে নেন, আর দেখা যায় যে, ফিরিয়ে দেওয়ার মতো তালাক তিনি দিয়েছিলেন, তাহলে আরেকটি তালাক পতিত হয়েও সংসারটি টিকতে পারে। তবে যদি তিনি ইচ্ছাকৃতভাবে তিন তালাকই এসব কাগজপত্রে দিয়ে ফেলে থাকেন, তাহলে আর এ নিয়ে তামাশা করার সুযোগ নেই। অনেক মিথ্যা ও অপবাদ একটি আলাদা গোনাহের বিষয়, তালাকের ক্ষেত্রে এসবের কোনো প্রভাব পড়ে না। কারণ, শরীয়তে তালাক প্রদানের জন্য কোনো কারণ দর্শানো জরুরী নয়। বিষয়টি নিয়ে মিডিয়ার খোলা অঙ্গনে নয় বরং সুনির্দিষ্ট ফতোয়ার জন্য বিজ্ঞ মুফতি সাহেবের কিংবা দারুল ইফতার সাহায্য নিতে পারেন।

উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
ইকবাল হোসেন ৬ ডিসেম্বর, ২০১৯, ৭:৫২ এএম says : 0
যারা হাটা চলা করতে পারেন,চেয়ারে বসে নামাজ পরলে তাদের নামাজ হবে কি ?
Total Reply(0)
ইকবাল হোসেন ৬ ডিসেম্বর, ২০১৯, ৭:৫২ এএম says : 0
যারা হাটা চলা করতে পারেন,চেয়ারে বসে নামাজ পরলে তাদের নামাজ হবে কি ?
Total Reply(0)
ইকবাল হোসেন ৬ ডিসেম্বর, ২০১৯, ৭:৫৩ এএম says : 0
যারা হাটা চলা করতে পারেন,চেয়ারে বসে নামাজ পরলে তাদের নামাজ হবে কি ?
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন