শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী প্রশ্নোত্তর

আমি এক জানাজার নামাজের মাঠে বেশ কিছু টাকা পাই, অনেক খোজাখুজির পরও মালিক পাওয়া যায় নি। পরে টাকাটা আমি আমার কাছে রেখে দেই। মোটামুটি বেশ কয়েকদিন পর টাকাটা আমি খরচ করে ফেলি। এখন খুব অনুশোচনা হচ্ছে। কি করণীয়?

আদনান মিয়াজী
ইমেইল থেকে

প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ৭:০৭ পিএম

উত্তর : আপনার পাওয়া টাকা নিজে খরচ করা ঠিক হয়নি। যখন সুযোগ হবে টাকাটি যার তার নামে উপযুক্ত স্থানে দান করে দিবেন। আর আপনি নিজেই যদি দানগ্রহণের মত ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আবার দান করতে হবে না। ওই ব্যক্তির জন্য সওয়াবের দোয়া করতে থাকুন। ব্যক্তিটি অমুসলিম হলে তার জন্য হেদায়াত এবং পার্থিব কল্যানের দোয়া করবেন। এখন আসুন, টাকা পাওয়ার মাসআলা জেনে নেওয়া যাক। কুড়িয়ে পাওয়া টাকা বা বস্তু নিজে না উঠানোই ভালো। কেননা, এতে দায়-দায়িত্ব নিজের কাঁধে এসে যায়। অন্য কেউ এ দায়িত্বভার নিজের কাঁধে নিক। পারত পক্ষে আপনি নিবেন না। যদি টাকা বা বস্তু নষ্ট হওয়ার ভয় থাকে, আর আপনি নিজেকে দায়িত্বশী ও বিশ্বস্ত মনে করেন, তাহলে মালিক তালাশ করে তার হাতে পৌঁছে দেওয়ার নিয়তে তুলতে পারেন। এরপর ক্ষেত্রবিশেষে কমপক্ষে দুই বছর অথবা বেশি এ টাকা নিজের কাছে হেফাজত করে রাখতে হবে এবং যথাসাধ্য ঘোষণা চালিয়ে যেতে হবে, যেন মালিকের কাছে এ খবর পৌঁছার সুযোগ হয়। নির্দিষ্ট সময় পার হওয়ার পর টাকা বা বস্তুটি মালিকের আমলনামায় সওয়াব পৌঁছানোর নিয়তে দান করে দিতে হবে। এরপর যদি মালিক পাওয়া যায়, তাহলে তাকে টাকা দিতে আপনি বাধ্য নন। তবে, অভাবী লোক হলে আর আপনার সংগতি থাকলে টাকাগুলো দিলে অফুরন্ত সওয়াব হবে। যাকে শরীয়তে ইহসান বলা হয়। অবশ্য এটা নিতান্তই ঐচ্ছিক ও মানবিক ব্যাপার। আইনগতভাবে এ টাকা ফিরিয়ে দেওয়ার কোনো তাগিদ নেই। 

উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Mohammad Abdul Kader ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১১ এএম says : 0
আপনজন কবরের পাশ দিয়ে হাটলে কবরবাসী কি চিনতে পারে কে হেটে যাচ্ছে , দুর দরান্ত থেকে কবরবাসীর জন্য দোয়া করলে বা দান সদকা করলে কি জনিয়ে দেওয়া হয় কে তার জন্য দোয়া বা দান সদকা করেছে ।
Total Reply(0)
ATIQ HASAN ১৬ মে, ২০২০, ১২:০৪ পিএম says : 0
প্রত্যকটি প্রশ্নে উত্তর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ । জাযাকাল্লাহু খাইরান । একটা বিষয় লক্ষ্যনীয় , কমেন্টে যারা প্রশ্ন করছে, তাদের উত্তর গুলো দেওয়া হচ্ছে না । এই বিষয়টা লক্ষ্য রাখার চেষ্টা করবেন ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন