প্রশ্ন : কেউ যদি রমজানের সব রোজা রাখার জন্য নিজের নিয়মিত ঋতুস্রাব বা মাসিক ওষুধ খেয়ে বন্ধ রাখে, তাহলে কি তার গুনাহ হবে? এভাবে রোজা রাখলে রোজা হবে কি?
উত্তর : স্বাস্থ্যগত কোনো অসুবিধা না হলে এভাবে মাসিক বিলম্বিত করা যায়। যেমন, হজের সময় সতর্কতাবশত কেউ কেউ এমন করেন। যাতে মূল হজ কার্যের সময় তার মাসিক শুরু না হয়। এতে কোনো গুনাহ নেই। হজও সঠিক হবে। রমজানের ক্ষেত্রেও কেউ সব রোজা রাখার জন্য এমন করতে পারে। গুনাহ হবে না। রোজাও শুদ্ধ হবে। তবে, এমন করার বিশেষ প্রয়োজন নেই। মাসিকের সময় রোজা ছেড়ে দেওয়া এবং পরে অন্যসময় রাখা শরিয়ত অনুমোদিত। এতে মহিলাদের সওয়াবের কোনো তারতম্য হয় না। স্বাস্থ্যগত বিষয়টি চিকিৎসকরা বেশি বোঝেন। তবে, শরীয়তে কৃত্রিম কিছু অতি জরুরি না হলে উৎসাহিত করা হয় না।
সূত্র: জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফতওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন: মুফতি আল্লামা উবায়দুর রহমান খান নদভী
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন