উত্তর : নাপাকি যদি গলিজা (শরীয়তের দৃষ্টিতে গভীর নাপাক বস্তু) হয়, তাহলে শুকানোর পর আবার যে কোনো কারণে ভিজলে সে নাপাক তাজা হয়। আপনার হাতে তা লাগলে এবং এর পরিমাণ (এক সিকি পয়সার সমান বা বেশি হলে) আপনার হাতও নাপাক হয়ে যাবে। পরিস্থিতি বাস্তবেই এমন হলে এবং নাপাকির একীন হয়ে গেলে অবশ্যই হাত ধুয়ে নেবেন। সন্দেহ প্রবণতার দরুন এমন মনে হলে হাত না ধুলেও চলবে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ই-মেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন