মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী প্রশ্নোত্তর

প্রশ্ন : আজ ১০ বছর আগে আমি প্রেম করে বিয়ে করেছি । আমার বাবা-মা রাজি ছিল, কিন্তু মেয়ের বাবা-মা বিষয়টি জানলেও তারা রাজি ছিল না। এখন আমার তিন সন্তান, বিয়ের এক বছর পর থেকে মেয়ের মা আমাদের সাথে যোগাযোগ রাখত, এখন তারাও প্রায় মেনে নিয়েছেন। আমার প্রশ্ন হলো, আমি আগে জানতাম না যে, প্রেম করে বিয়ে করা ঠিক নয়। এখন আমার কি করণীয়?

সুমন মাহমুদ
ইমেইল থেকে

প্রকাশের সময় : ১৬ জুন, ২০২০, ৭:৪৫ পিএম

উত্তর : আপনার এখন কিছুই করণীয় নেই। প্রেম করে বিয়ে করেছেন। সাত বছর হয়ে গেছে। তিন সন্তানের বাবা হয়েছেন। বাবা-মা রাজি ছিলেন, শ্বশুর শাশুড়িও রাজির পথে। তাহলে আর সমস্যা কি? বিয়ে তো করেছিলেন। অতএব সব কিছুই আইনমতো ও শরীয়তসম্মত হয়েছে বলেই মনে হয়। প্রশ্ন থেকে যায়, প্রেম করে বিয়ে করা নিয়ে। এ কথা বলতে আপনি কী বুঝাচ্ছেন তা আমার নিকট স্পষ্ট নয়। যদি এর অর্থ পারিবারিকভাবে পছন্দ করে, সামাজিকভাবে বিয়ে হয়, আর এর শুরুটি হয়ে থাকে ছেলে-মেয়ে একে অপরকে নিজেরাই পছন্দ করার মধ্য দিয়ে। আর যদি আমরা এটাকেই প্রেমের বিয়ে বলি, তাহলে আপনার তেমন কিছুই করতে হবে না। শুধু বিবেয় আগে দেখাশোনা বা প্রেমের জন্য তওবা ইস্তিগফার করতে থাকলেই চলবে। আর যদি এখানে কোনো কবিরা গুনাহ হয়ে থাকে, তাহলে এর পথও তওবা। বিশেষ কিছু করণীয় নেই। আপনারা সবাই মিলে ভালো থাকুন। উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Md. Shahidul Alam ১৯ জুন, ২০২০, ৩:৫৬ পিএম says : 0
প্রশ্নকারী মূলত জান‌তে চে‌য়ে‌ছেন যে মে‌য়ের প‌ক্ষের ও‌লির এ‌জেন ছাড়া যে‌হেতু তা‌দের বি‌য়ে হ‌য়ে‌ছে সেই বি‌য়েই য‌দি কা‌য়েম না হয় ত‌বে এখন তার কি করনীয়?
Total Reply(0)
Riaz Ahmed ২২ জুন, ২০২০, ৬:২৮ পিএম says : 0
আমি বিদেশ আছি এখান থেকে আমি বাংলাদেশের কোন একটি মেয়েকে বিয়ে করতে পারব এটার ইসলামে জায়েজ আছে কি যুক্তি সহকারে যদি কিছু বলতেন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন