ইনকিলাব ডেস্ক : ইইউভুক্ত দেশগুলোতে অভিবাসী আগমন বন্ধের জন্য মার্চ চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে ইইউকে দুষলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, ইউরোপে অভিবাসী বন্ধের চুক্তিমত ইইউ’র আঙ্কারাকে ২.২ বিলিয়ন সাহায্য দেয়ার কথা ছিল, কিন্তু ইইউ মাত্র ২ মিলিয়ন ইউরো দিয়েছে। আমার দুই বিলিয়ন ইউরো কোথায়? গত সোমবার জার্মান ব্রডকাস্টার এআরডি’র সাথে দেয়া এই সাক্ষাৎকারে তিনি তুরস্কের ব্যর্থ সামরিক অভিযানে অভিযুক্তদের মৃত্যুদ- কার্যকর করা সমর্থন করেন। তিনি বলেন, এই ঘটনার আগে তুরস্ক পশ্চিমামুখী শরণার্থী বন্ধে ইইউ’র সাথে চুক্তি স্বাক্ষর করেছিল। তুর্কি নাগরিকদের ইইউ ফ্রি ভিসা দেয়ার কথা ছিল, তারা সেই চুক্তিও রাখেনি। গ্রিস শরণার্থীতে ভরপুর কিন্তু তারা আশ্রয় প্রার্থনার কারণে গ্রিস কয়েক সপ্তাহের জন্য বিতাড়ন স্থগিত করেছে। মার্চ চুক্তির সমালোচকরা বলছেন, এর কারণে তুরস্ক আরো বেশি অনিরাপদ, এই চুক্তি ভেঙে দেয়া উচিত, ইইউ’তে শরণার্থীদের প্রবেশদ্বার প্রতিবেশী গ্রিসে উত্তেজনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, ১৫-১৬ জুলাইয়ে ব্যর্থ অভুত্থানের যারা সমর্থক ছিল তাদের আটক করা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন