উত্তর : ছবিসহ আইডি কার্ড পরে নামাজ না পড়াই উত্তম। তবে, যদি ছবি খুব ছোট হয় যা লক্ষ্য করে না দেখলে দেখা যায় না। দূর থেকে ছবি প্রদর্শনী বলে মনে হয় না, এমন ছবিওয়ালা আইডি কার্ড গলায় ঝুলিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। যেমন পকেটে ছবি থাকলে কিংবা টাকার নোটে ছবি নিয়ে নামাজ হয়। কেউ খেয়াল করে যদি আইডিটি পকেটে রাখেন বা ছবিটি জামার কোথাও গোপন করে ফেলেন তাহলে নামাজ ত্রু টিমুক্ত হয়। বাধ্য হয়ে যে বিষয়গুলো করতে হয়, জায়েজ পর্যায়ে থাকলে তা নামাজের ক্ষতি করে না। এরপর ভুলত্রু টির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকতে হবে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন