উত্তর : ঈমানদার নারী পুরুষ সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ শরীয়তের সিদ্ধান্তকে। পিতা,মাতা,স্বামী, সন্তান,পীর,ওসতাদ,শাসক সবার কথাই ততক্ষণ মানা যাবে যতক্ষণ তা শরীয়তের খেলাপ না হবে। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিপরীতে নারীর জন্য পিতা বা স্বামী কারো কথাই মানা যাবে না।
যদি কোনো বৈধ আদেশ বা পরামর্শ পিতা একরকম আর স্বামী আরেক রকম দেন। তাহলে আইনগত দিক দিয়ে স্বামীর সিদ্ধান্ত মেনে স্ত্রী তার আনুগত্য করবেন। আর নৈতিক ও কল্যাণকামিতার দিক দিয়ে পিতাকে প্রাধান্য দিতে হবে। এক্ষেত্রে স্বামী স্ত্রী দু'জন মিলেই পিতার সিদ্ধান্ত মেনে চলা উত্তম। যদি সম্ভব না হয়, তাহলে স্ত্রী পিতার তুলনায় স্বামীকে অধিক গুরুত্ব দেবেন। এটাই তার জন্য আইনসম্মত করনীয়। শরীয়ত এমনই বলে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন