উত্তর : কবর পাকা করার কোনো রীতি রাসূলুল্লাহ (সা:) এর আদর্শে নেই। সাহাবায়ে কেরামের জীবনেও তারা কোনোদিন কবর পাকা করেন নি। কবর চিহ্নিত করা যায়। নবী যুগে কবরের বুক বরাবর স্থানটি উটের কুজের মতো সামান্য উঁচু করে দেওয়া হতো। মাথার দিকে একটি পাথর কবরটি চেনার জন্য রাখা হতো। নবী করিম সা. কবর পাকা করতে নিষেধ করেছেন। কবরকে নামাজের স্থান বানাতেও নিষেধ করেছেন। কবর যিয়ারতে গিয়ে কোরআন পড়া যায়। কোরআন শরীফের আদব রক্ষা করা সম্ভব হয় না বলে, কবরে কোরআন সাথে নিয়ে গিয়ে পাঠ করা নিরুৎসাহিত করা হয়েছে। কবরের খুব কাছে মুখস্থ তেলাওয়াতেই বিধেয়। পার্শ্ববর্তী মসজিদ বা স্থাপনায় কোরআন শরীফ দেখে পড়া যায়।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন