উত্তর : মসজিদের মূল জামাত হয়ে গেলে, মসজিদের ভেতর পুনরায় জামাত পড়া মাকরুহ। যদি পড়তে হয়, তাহলে বারান্দা বা চত্বরে পড়বে। মূল মসজিদে না পড়ার কারণ হলো, এতে নির্ধারিত জামাতের গুরুত্ব কমে যাবে। মানুষ মূল জামাত ত্যাগ করে, যার যার ইচ্ছেমতো বার বার জামাত পড়তে থাকবে। তবে, যে মসজিদ নির্ধারিত ইমাম বা জামাতের একক ব্যবস্থা নেই অথবা যেখানে মুসাফিরগণ নানা সময়ে বার বার জামাত পড়তে চান, সেসব মসজিদে মাকরুহ নয়। যেমন, রেল, বাস ও কমনপ্লেসের মসজিদসমূহ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন