উত্তর : মা-বাবার জন্য ওয়ারিশ হিসাবে অগ্রিম বণ্টন করার ক্ষেত্রে শরীয়তসম্মত উপায়ে বণ্টন করা জরুরী। এ ক্ষেত্রে কারও অধিকার ক্ষুন্ন করা, কমবেশী করা, কাউকে বঞ্চিত করা শরীয়তের বরখেলাপ করার শামিল। তবে, যদি এটি অগ্রিম ওয়ারিশ বণ্টননামা না হয়, তাদের খুশিমতো কাউকে কিছু উপহার, প্রতিদান, পুরস্কার বা পারিশ্রমিক দেওয়ার মতো বিষয় হয়, তাহলে সু বিবেচনার ভিত্তিতে এটি হতে পারে। তবে উত্তম হয় যদি এ অংশটি মোট সম্পত্তির এক তৃতীয়াংশের ভেতরে থাকে। এসব ক্ষেত্রে জেদ বশত কোনো সন্তানকে পূর্ণ বঞ্চিত করা কিংবা কারও প্রতি অনুরাগ বশত অন্যদের মনে কষ্ট দেওয়া পরিহার করতে হবে। কারণ, সন্তানদের প্রতি ন্যায় বিচার করাও পিতা মাতার দায়িত্ব।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন