উত্তর : তাদের জন্য আপনার কষ্ট হওয়াটা আপনার ভালো মানুষির চিহ্ন। এটি সন্তান হিসাবে, ভাই হিসাবে, পরিবারের সদস্য হিসাবে আপনার প্রশংসনীয় অনুভূতি। এটুকুর জন্য ইনশাআল্লাহ আপনি সম্পর্ক ছেদের গুনাহ থেকে রক্ষা পেয়ে যাবেন। যথাসম্ভব তাদের সহায়তা করতে থাকুন। আপনার পক্ষ থেকে যেন ভালো আচরণ বন্ধ না হয়ে যায়। এরপরও যদি আপনার আম্মা আপনাদের সাথে অস্বাভাবিক আচরণ করেন, এটি তার ব্যাপার। আপনারা আজীবন ধৈর্য ধরে যান। এটাই আল্লাহর হুকুম। নিজেরা পাল্টা দুর্ব্যবহার করবেন না। সহনীয় সামাজিকতা বজায়ে রেখে শরীয়ত পালন করতে হয়। আপনি শরীয়ত পালন করার ক্ষেত্রে অন্যদের প্রতি আরও নমনীয় হওয়ার চেষ্টা করুন। কোনো অন্যায় আবদার বা গুনাহকে প্রশ্রয় দিবেন না। নিজের স্ত্রীকে নিয়ে শক্ত থাকুন। নীতি ও আদর্শ বজায় রাখুন। সদাচরণ ও সহযোগিতা চালিয়ে যান এবং আরও অধিক ধৈর্যের জন্য তৈরি থাকুন। অনেক কষ্ট ভোগ করতে হতে পারে, তবে আপনার গুনাহ হবে না।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন