ইউরোপের শীর্ষস্থানীয় হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড বেকো বিশ্বব্যাপী করোনা দুর্যোগের পরিপ্রেক্ষিতে নিজস্ব গবেষণা আর পরীক্ষা-নিরীক্ষার আলোকে উদ্ভাবন করলো হাইজিন শীল্ড হোম অ্যাপ্লায়েন্স সিরিজ যাতে রয়েছে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিনের মতো সাতটি গৃহস্থালী পণ্য। ইউভি লাইট টেকনোলজির তাপ এবং বাষ্প ব্যবহার করে এসব অ্যাপ্লায়েন্স করোনাসহ ৯৯ শতাংশেরও বেশি ব্যাকটেরিয়া ও ভাইরাস দূর করে। একমাত্র সিঙ্গারই বাংলাদেশে বেকো ব্র্যান্ডের হোম অ্যাপ্লায়েন্স সামগ্রী বিক্রি করছে।
সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার এম.এইচ.এম. ফাইরুজ বলেন, চলমান করোনা মহাদুর্যোগে এমন একটি মানবিক প্রযুক্তি উদ্ভাবনের অংশীদার হতে পেরে আর্চেলিক পরিবারের সদস্য হিসেবে গর্বিত বোধ করছি। আশা করছি খুব শীঘ্রই দেশের মানুষের জন্য এই হাইজিন শীল্ড সিরিজের পণ্যসমূহ বাজারজাত করবো।
গত ৭ অক্টোবর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হাইজিন শীল্ড পণ্যসামগ্রীর আনুষ্ঠানিক ঘোষণা ও পণ্য উন্মোচনের সময় উপস্থিত ছিলেন আর্চেলিকের চিফ এক্সিকিউটিভ অফিসার হাকান বুলগুরলু, চিফ মার্কেটিং অফিসার জেইনেপ এলিম উযুন এবং বিশ্বখ্যাত চিকিতসা বিজ্ঞানী ও গবেষকগণ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন