উত্তর : মেয়েদের হাফেজ অবস্থায় কোরআন শরীফ পড়া যাবে না। তখন যেমন তাদের নামাজ মাফ, নামাজ পড়লে গুনাহ হবে। এমনই কোরআন না পড়ার হুকুম। পড়লে গুনাহ হবে। ছোট্ট তসবীহ, দোয়া দুরুদ পড়া যাবে। অনেক সময় নামাজের সময় চলাকালে নিরবে বসে তাসবীহ, জিকির করার পরামর্শ দেওয়া হয়, যাতে নামাজের অভ্যাস ছুটে না যায়। অবশ্য এটি জরুরী নয়।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মন্তব্য করুন