উত্তর : পর্দার আড়ালের মহিলাটি যদি আপনার সাথে বিয়ের যোগ্য হন, তাহলে সাক্ষীরা তাকে প্রত্যক্ষভাবে না চিনলেও বিয়ে হয়ে যাবে। এক্ষেত্রে এমন দু’জন বা আরও বেশী লোক এ বিয়ের পাত্র-পাত্রী দু’জনের ব্যাপারেই বেশ জানাশোনা এবং কোনো সমস্যা দেখা দিলে কর্তৃপক্ষের নিকট সাক্ষী দেওয়ার মতো থাকতে হবে। কেবল আনুষ্ঠানিক দু’জন সাক্ষী, সাক্ষী থাকার প্রয়োজন পূরণ করতে পারে বটে কিন্তু আলোচ্য সমস্যার সময় তারা কাজে আসে না। এজন্য সন্তানের বংশ পরিচয়, বিবাহ, তালাক, খোরপোষ, জীবন-মৃত্যু, এক সঙ্গে বসবাস বা এ ধরণের সমস্যার ক্ষেত্রে সাক্ষী দিতে পারে এমন একদল নারী পুরুষ কিংবা অন্তত দু’জন পুরুষ সাক্ষী বিবাহের ক্ষেত্রে জরুরী। এ প্রয়োজন পূরণ হয় না, এমন সাক্ষী সাক্ষী নয়। আপনার প্রশ্নের বিষয়টি বিধিগত শুদ্ধ হবে, তবে আসলে এভাবে সাক্ষীর শরয়ী প্রয়োজন পূরণ হবে কি না, তা বিশ্লেষণের অপেক্ষা রাখে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন