উত্তর : ইজতেমায়ী খানার মধ্যে বরকত আছে। এটি একটি সুন্নাত তরীকাও বটে। তবে, এক বৈঠকে বসে খাওয়াই ইজতেমায়ী খানা। বড় জোর এর অর্থ এক দস্তরখান বা শীটে খাওয়া। এক প্লেটে নয়। ইচ্ছা করলে কয়েকজন এক প্লেটেও খেতে পারে। আলাদা প্লেটে খাওয়া সুন্নাহ বিরোধী বা দোষণীয় নয়। বিশেষ করে বিভিন্ন মানুষ যারা এক প্লেটে বসে খাওয়ার আদব সম্পর্কে পূর্ণ অবগত নন, এমন লোকেদের সাথে কেউ খানা খেতে মনে বাধা লাগতে পারে। এটি অহংকার বা দোষের বিষয় নয়। রুচির ভিন্নতাও আছে। পেটে অসুখ হয় এটি অবশ্য একটি এলার্জি। ইসলামে একসাথে বসে খাওয়া ও আলাদা আলাদা বসে খাওয়া দু’টোই অনুমোদিত।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন