উত্তর : এমতাবস্থায় ইমাম সাহেবের সাথে সালাম না ফিরিয়ে মুসল্লী নিজে সবগুলো তাকবীর একা একা দিয়ে শেষ করবেন। পরে একা একা সালাম ফেরাবেন। জানাযার ফরজ হচ্ছে চারটি তাকবীর। চারটি তাকবীর না দিলে জানাযা শুদ্ধ হবে না। সুতরাং যিনি জানাযার জামাত পেয়েছেন কিন্তু সবগুলো তাকবীর পাননি, তিনি ইমাম সাথে সালাম না ফিরিয়ে সবগুলো তাকবীর শেষ করে একা সালাম ফেরাবেন।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন