উত্তর : শরীয়তে মুদারাবা জায়েজ। এখানে শরয়ীতের সকল শর্ত পাওয়া গেলে মুদারাবা করা যায়। মুদারাবা অর্থ পুজি একজনের, আর শ্রম, মেধা, কৌশল অন্যজনের। এভাবে ব্যবসার লাভ লোকসান শর্ত মতো ভাগ করে নেওয়া। যদি আপনার নিজের কেইসটি বিশেষভাবে শরীয়াহ সম্মত হয়, তাহলে জমিতে বাড়ী নির্মাণে ব্যাংকের সহায়তা নিতে পারবেন। সুদের কোনো অপশন থাকতে পারবেন না। যথার্থভাবে শরীয়াহ পরিপালন সাপেক্ষে কেডিট কার্ড ঊগও ব্যবহারও জায়েজ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মন্তব্য করুন