উত্তর : চুল বাবরী রাখার ক্ষেত্রে নিয়ম হলো, কানের লতি পর্যন্ত, মাথার চুলের শেষ সীমা পর্যন্ত এবং ঘাড়ের শেষ সীমা বা কাঁধের ওপর পর্যন্ত রাখা যায়। এর বেশী হলে বা নারীদের মতো দেখা গেলে এটি আর বাবরী থাকে না। বাবরীর জন্য যদিও দাড়ি শর্ত নয়, তবে দাড়ির ওয়াজিব তরক করে সুন্নাত বাবরী রাখার ক্ষেত্রে ব্যক্তির রুচি নিয়ে প্রশ্ন দেখা দেয়। এটি অশোভনীয়ও বটে। সুন্নাত বাবরী যিনি রাখবেন, তিনি তো কমপক্ষে এক মুষ্টি পরিমাণ দাড়িও রাখার চেষ্টা করবেন। বাবরী রাখার ক্ষেত্রে চুল মাথা ধুইয়ে পরিস্কার করা, তেল, সাবান ব্যবহার করা, সম্ভব হলে প্রতিদিন আচড়ে পরিপাটি ও সুন্দর করে রাখা শরীয়তের আদব ও শর্ত। অগোছালো উস্কুখুস্কু বা অপরিচ্ছন্ন বাবরীর জন্য মানুষ যদি সুন্নাতের প্রতি অপছন্দ প্রকাশ করে, তাহলে গুনাহগার হতে হবে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন