আমরা জানি এশারের নামাজ মোট ১৫ রাকাত, প্রথমে ৪ রাকাত সুন্নত তারপর ৪ রাকাত ফরয, ২ রাকাত সুন্নত, ২ রাকাত নফল, সর্বশেষ ৩ রাকাত বিতর। এখন, কোনো কারণে কেউ যদি ফরযের আগের ৪ রাকাত সুন্নত নামাজ পড়তে না পারে, তাহলে ৪ রাকাত ফরয নামাজ পড়ার পর ২ রাকাত সুন্নত পড়লে কি ২ রাকাত নফল নামাজ পড়া যাবে?
উত্তর : এশার নামাজের আগের সুন্নাত না পড়লেও পরে নফল পড়া যাবে। উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ। প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন। inqilabqna@gmail.com
মন্তব্য করুন