উত্তর : টেলিফোনে বিয়ে হলে স্বাক্ষী রাখা হয় কীভাবে? স্বাক্ষী তো উপস্থিত থাকতে হয়। তারা স্বামী বা স্ত্রী যে কোনো এক প্রান্তে উপস্থিত ছিল। ইজাব কবুল তারা শুনেছে। তবে, এ ঘটনার সময় তারা মজলিসে উপস্থিত ছিল না। অতএব, আপনাদের বিবাহে টেলিফোনে বিয়ে জায়েজ হওয়ার পদ্ধতি অবলম্বন করা হয়েছে বলে মনে হয় না। এ প্রশ্নটির ব্যখ্যা আগে দরকার। এরপর আপনাদের মনে সন্দেহ ছিল বলেই দু’জনের সাক্ষাতের সময় আবার ইজাব কবুল করেছেন। তখন যদি স্বাক্ষী উপস্থিত থাকতো, তাহলে বিয়ে সহীহ হতো। দেনমোহর তো নির্ধারণ করাই ছিল। বর্তমানে যে বিবরণ আমরা শুনলাম, এতে বিয়ে হয়নি বলার সুযোগ আছে। অভিভাবকরা এ সুযোগটিই ব্যবহার করেছেন। বিষয়টি মাসআলা অনুযায়ী পরিস্কার না হওয়ায় আপনাদের একত্রবাস, এই বিয়ে শুদ্ধ হওয়ার কোনো প্রমাণ নয়। এজন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা ও তওবা করতে হবে। আর যদি আগের বিয়ে মাসআলা অনুযায়ী শুদ্ধ পর্যায়ভুক্ত হয়ে থাকে, তাহলে পরের বিয়েটি বৈধ হবে না। এখন বাস্তব পরিস্থিতির আলোকে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন