শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আইসিটি এন্ড ক্যারিয়ার

দেশের ৬৪ জেলাতেই হবে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২১, ২:০৯ পিএম

দেশের ৬৪ জেলার প্রতিটিতে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ১৯ জেলায় আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের কাজ শুরু হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) সংসদে সাংসদ গাজী মোহাম্মদ শাহন ওয়াজের প্রশ্নের জবাবে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ তথ্য জানিয়েছেন

এছাড়া বিএনপির সাংসদ জাহিদুর রহমানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় সারাদেশে ১ হাজার ব্যাচে ৩৪ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সাংসদ লিয়াকত হোসেন খোকার এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অধীনে দেশের সব বিভাগ ও জেলায় হাই-টেক পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন