বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইসিটি এন্ড ক্যারিয়ার

আইসিটি অ্যাওয়ার্ডের নিবন্ধন ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৫৭ পিএম

আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০২০-এর নিবন্ধনের সময়। অ্যাওয়ার্ডের আয়োজক সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফর্মেশন সাভিসেস (বেসিস) সূত্রে এই তথ্য জানা গেছে। বেসিসের উদ্যোগে চতুর্থবারের মতো শুরু হয়েছে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০২০। এই প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকল্প জমা দেওয়ার জন্য রয়েছে তিনটি পৃথক শ্রেণি।
 
এ বছর প্রায় ৩৬ টি শ্রেণিতে ১০৮টি পুরস্কার দেওয়া হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেসিস।
 
বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, “বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের মাধ্যমে মনোনীত প্রকল্পগুলো আন্তর্জাতিক অঙ্গণে প্রতিযোগিতার জন্য মনোনয়ন দেওয়া হয়, যা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতাকেও তুলে ধরছে।”
 
বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০২০ এর সহ-আহ্বায়ক রাশেদ কামাল বলেন, “এ বছর বেসিস  ন্যাশনাল আইসিটি অ্যাওর্য়াডস ২০২০ প্রথম বছরের তুলনায় প্রায় দশগুণ বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন