শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী প্রশ্নোত্তর

আমি কিস্তিতে একটা গাড়ি কিনতে চাই। এখন কিস্তিতে গাড়িটা ক্রয় করা কি জায়েজ হবে।

মো. নাঈম
ইমেইল থেকে

প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৩৩ পিএম

উত্তর : কিস্তিতে কোনো কিছু ক্রয় করা যায়, যদি সেই কিস্তিতে সুদ না থাকে। কেউ যদি প্রফিটের সাথে এমন করে দেয় যে, গাড়ীটি সাধারণত ১০ লাখ কিন্তু কিস্তিতে নিলে ১১ লাখ তাহলে এভাবে কোনো কিছু ক্রয় করা জায়েজ হবে। কারণ, একসাথে টাকা দেওয়ার চাইতে একটা সুবিধা হলো ধীরে ধীরে দেওয়া। সুতরাং বিক্রির শর্তই যদি থাকে এমন যে, বাকীতে নিলে ১১ লাখ আর নগদ টাকায় নিলে ১০ লাখ, তাহলে এই ক্রয় বিক্রয়ে কোনো সমস্যা নেই।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
মীর সাব্বির আল মাহমুদ ৬ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৭ এএম says : 0
এই বাড়তি টাকা দেখা যায় তারা সুদের হিসাবে বের করে থাকে। সে অবস্থায় কি হবে?
Total Reply(0)
লিটন ৬ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২০ এএম says : 0
বাংলাদেশ ইসলামী ব্যাংক লি: থেকে লোন গ্রহণ করে বাড়ি করলে জায়েজ হবে কিনা?
Total Reply(0)
লিটন ৬ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২৯ এএম says : 0
আমার উপর হজ্ব ফরজ হয়েছিল। কিন্ত বর্তমানে আমার হাতে হজ্ব করার মত নগদ টাকা নেই। তাই বাংলাদেশের কোন ব্যাংক/সংস্থা কি আছে যে খান থেকে লোন নিয়ে হজ্ব করা যাবে?
Total Reply(0)
Emraan Hossain ১১ ফেব্রুয়ারি, ২০২১, ৬:৫২ এএম says : 0
জানা মতে,যেই পন্যের মুল্য দেরীতে পরিশোধে যদি, শর্ত থাকে ১০ টাকা বেশী দিতে হবে এতে, ক্রয়-বিক্রয়টাই অবৈধ হয় ! কারন, যেই পন্যের বিনিময়ে একই পন্য বেশী আসবে তাহাই সুদ ! যদি, ১মন ধান নিলাম পরবর্তী ফসলের সময় ১ কেজি বেশী দেবার শর্তে তবে ১ মন ১ কেজিই সুদের অন্তর্গত হয়ে যায় ! যেমন, Butterfly marketing company থেকে ১ টি LG Television ক্রয় করি,যার মুল্য ১০ মাসে কিস্তিতে পরিশোধ করব এবং কম-বেশি ৪/৫ হাজার টাকা বেশী দিতে হবে নিশ্চিত, এটাও সুদ ! কিন্তু না,কারন কোম্পানি, চুক্তি করে, ভড়ায় বিক্রয় অর্থাৎ নগদ মুল্য একরকম পরে, দিলেই বেশী দিতে হয় ! যেহেতু, Hire purchase বেবস্থায় সঠিক ক্রয়-বিক্রয় ! কিন্তু হায় ? যখন কেহ ৫, ৬, ৭ বা ৯/১০ মাসের সময়ে বাকি মোট মুল্য পরিশোধ করতে ইচ্ছা করে তখন দেখা যায় একেক মাসে একেক রকম মানের মুল্য আসে কারন অর্থনৈতিক ব্যেবস্থাটাই সুদী কার্যক্রম এর অন্তর্গত !! তাই, সচেতন হয়ে বিষয়টা জানতে হবে,তারাও কি ভাড়ায় বিক্রয় ব্যেনারে একই কারয্যক্রম পরিচালনা করছে কিনা ?
Total Reply(0)
MD Tanha Rahman ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ৫:৫৭ পিএম says : 0
আমার এই সাইট ভালো লাগে
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন