উত্তর : আপনি কমপক্ষে দু’বছর তার টাকা ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। দু’বছরের মধ্যে তাকে না পাওয়া গেলে নিজে দায়মুক্ত হওয়ার উক্ত টাকা উনার নামে আল্লাহর রাস্তায় দান করে দিবেন। কোনো মসজিদ, এতিম খানা বা গরীব মিসকিনকে দিয়ে দিবেন। দানের নিয়তটা ওই বান্ধবির নামে করবেন। সওয়াবটা সে পেয়ে যাবে, ইনশাআল্লাহ। দান করে দেওয়ার পরও যদি কোনোদিন তাকে পান, দান করার কথা তাকে বলবেন, এরপরও যদি সে টাকা দাবি করে তাহলে তার টাকা ফেরত দিতে হবে। যত বছর পরেই হোক, ৮০ টাকায় সে পাবে। সে যদি টাকা ফেরত নেয়, তখন দানকৃত টাকার সওয়াব আপনি পেয়ে যাবেন। আর কোনোদনি যদি তার সাথে দেখা না হয়, উনি দাবী রাখলেও আপনাদের সাথে যোগাযোগ না করার কারণে আপনারা দায়ি হবেন না। টাকাটা দান করার কারণে আল্লাহও আপনাকে মাফ করে দিবেন।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন