মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী প্রশ্নোত্তর

আমার বাসা থেকে রেল স্টেশন ৩কি.মি। ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বাহির হয়ে স্টেশনে গিয়ে ট্রেনের জন্য অপেক্ষারত অবস্থায় জুহুরের নামাজ কসর নাকি সম্পূর্ণ আদায় করব?

মোঃ আরিফুল ইসলাম
ইমেইল থেকে

প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৫০ পিএম

উত্তর : এখানে মাসআলা অনেক ফ্রেক্সিবল। আপনি শহরে যে মহল্লায় থাকেন, সেখান থেকে আরেকটা মহল্লায় যদি যান যে মহল্লটা আপনার না তাহলে আপনি মুসাফির। অতএব রেলস্টেশনে যখন এসেছেন, তখন আপনার সফরের শুরু হয়ে গেছে। সেখানে আপনি কসর নামাজই পড়বেন। কেউ যদি মনে করেন যে, রেলস্টেশনটাই আমার শহরের প্রান্ত মনে করি, আমি আরেকটু দূরে গিয়ে কসর শুরু করবো তাহলে আপনি তাও করতে পারেন। আবার ফেরার পথেও আপনার যখন নিজের শহরবাসীর সাথে দেখা হয়ে যাবে, তখন আপনার কসর শেষ হয়ে যায়, বাসায় পৌঁছতে হয় না। এই হিসাবে আপনি পুরো নামাজ পড়তে পারেন। আর যদি মনে করেন যে, আপনি মহল্লা শেষ হওয়ার সাথে সাথে মুসাফির হওয়ার মতটা নিবেন, তাহলে ওইটাও নিতে পারেন। তখন রেলস্টেশনেও কসর পড়বেন।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohammed ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ৬:০২ এএম says : 0
Answer is wrong. Real answer is- When you start(intend) soforTravel) from your house and that sofor become 72km far then you have to do kosor namaz until you return your house
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন