উত্তর : না যাবে না। তাই আপনি উনাকে এখনই নরমালভাবে বিয়ে করে নেন। উভয়পক্ষের মুরব্বী মিলে সামাজিকভাবে আপনি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। এরপর যদি আপনাদের দেখা সাক্ষাৎ বা তুলে নেওয়ার জন্য এক দু’বছর সময় লাগে সেটা অন্য ব্যাপার। সেটা আপনার সংগতি অনুযায়ী করতে পারেন। কিন্তু বিবাহ হবে এই কথার ওপর তার সাথে কোনো কথাই বলা যাবে না। সেটা ভালো কথাবার্তা, খোঁজ খবর নেওয়া, ফোন করা কোনোকিছুই আপনার জন্য জায়েজ হবে না। কারণ, বিয়ে করার ইচ্ছে করলেই বিয়ে হয় না। বিয়ে না করা পর্যন্ত তিনি বেগানা নারী, বেগানা নারীর সাথে অতি গুরুত্বপূর্ণ কথা ছাড়া, বাঁচা-মরা, জরুরী তথ্য আদান প্রদান, এগুলো তো পরপুরুষ বা পরনারীর সাথে করা জায়েজ আছে, কিন্তু তাই বলে তার সাথে আপনি কোনো সৌখিন আলাপ, খোঁজ খবর নেওয়া, কথা বলতে থাকা, ভালো কথাই হোক, তা আপনি করতে পারবেন না। তাকে কল করা, কথা বলা, তার কথা চিন্তা করা, অপেক্ষা করা, সে আপনার জন্য অপেক্ষা করা এসবগুলো হারাম।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন