বিশ্বের ২৪টি দেশের ব্যাংকের সাথে সেবা দিতে যুক্ত হয়েছে গুগল পে।গুগল তাদের অফিসিয়েল ওয়েব সাইটে আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে। কন্ট্যাক্টলেস পেমেন্টের জন্য গুগল পের সাথে যুক্ত হওয়া ব্যাংকের অধিকাংশই কানাডার। বর্তমানে ৪০টি দেশে গুগল পে সেবা প্রদান করছে। -ডিজিনেট ও টেকডটনেট
নতুন তালিকায় অন্তর্ভুক্ত দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ব্রাজিল, কানাডা, চিলি, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানী, গ্রিস, হংকং, আয়ারল্যান্ড, ইটালি, জাপান, পোল্যান্ড, সিঙ্গাপুর, স্লোভাকিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও ইউক্রেন। তবে পুরো তালিকাটি ৫টি মহাদেশ জুড়েই রয়েছে। গুগল তাদের ডিজিটাল পেমেন্ট সিস্টেম গুগল পে নিয়ে বেশ জোরোসোরেই কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নতুনভাবে ২৪টি দেশের ৮৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছে সেবাটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন