বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

লুট, দাঙ্গা, মানুষ খুন বিজেপি-র তিনটি গুণ : মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২১, ১০:২৬ এএম

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, লুট, দাঙ্গা আর মানুষ খুন এই হচ্ছে বিজেপির তিনটি গুণ। তাই বিজেপিকে যেন একটি ভোটও না দেওয়া হয় সেই আহ্বান জানান তিনি। এমনকি ভোটবাক্স পাহারা দিতেও মানুষের প্রতি আহ্বান জানান পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে শুক্রবার (১৯ মার্চ) এক নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময়ে এই মন্তব্য করেন তিনি।
মমতা বলেন, ‘বিজেপিকে চাই না, দানবদের চাই না, স্বৈরাচারী চাই না, দুঃশাসন চাই না, রাবণের দল চাই না। তৃণমূল কংগ্রেসকে নিয়ে আসুন জোড়াফুলে ভোট দিন এবং আপনার যা প্রাপ্য আপনি বুঝে নিন। এটা আপনার সরকার, মা-মাটি-মানুষের সরকার। আমরা মানুষের ওপরে কোনো ট্যাক্স বাড়াতে দেবো না। আমি আপনাদের কোনো ক্ষতি হতে দেবো না।’
মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় বিজেপি সরকারকে উদ্দেশ করে মমতা বলেন, ‘বাংলাকে আমরা বিক্রি করতে দেবো না। বাংলাকে আমরা বিদায় দিয়ে দেবো না। বাংলা বাংলার কাছেই থাকবে। ওরা বহিরাগত কিছু গুণ্ডা নিয়ে এসেছে। এই ভোটটা নিছক একটা ভোট নয়, এই বিজেপি নিছক বিজেপি নয়, এরা রাবণের দল। এরা দস্যুদের দল, এরা দানবের দল। এরা স্বৈরাচারী, অত্যাচারী দল। এরা মা-বোনেদের ওপরে অত্যাচার করার দল। ছাত্র যৌবনকে ধ্বংস করার দল। হিন্দু-মুসলিম, শিখ-খ্রিস্টানের মধ্যে দাঙ্গা বাঁধানোর দল।
তিনি বলেন, ‘ইভিএম মেশিনের দিকে খেয়াল রাখতে হবে। ইভিএম খারাপ বলে নতুন মেশিন নেওয়া হলে পরীক্ষা করে দেখুন। কেন্দ্রীয় বাহিনী যাই-ই বলুক না কেন, নিজেরা ভোটবাক্স পাহারা দিন।’
তিনি বলেন, গাদ্দাররা সব বেইমানি করেছে। এখন তারা বিজেপির প্রার্থী। পুরনো লোকেরা কেউ নেই বিজেপির। তারা ঘরে বসে কাঁদছেন। সিপিএমের হার্মাদ ও তৃণমূল থেকে গাদ্দাররা গিয়ে বিজেপিতে গিয়ে ছড়ি ঘোরাচ্ছে। বিজেপিতে নারীরা নিরাপদ নন। সূত্র : আনন্দবাজার
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন