উত্তর : বাধ্য হয়ে বসবাস করলে করতে পারে। স্ত্রী ও নাবালক পোষ্যরা বসবাস করলে গুনাহগার হবে না। প্রাপ্ত বয়স্ত সন্তানরা পিতার সুদী লেনদেনে সন্তুষ্ট থাকতে পারে না। তাদের উচিত এর ভদ্রোচিত প্রতিবাদ ও বয়কট করা। নিজেকে হারাম উপার্জন ও সুদ থেকে প্রত্যাহার করে নেওয়া। পিতার মৃত্যুর পর ছোট বড় সবাই এর ওয়ারিশ হবে বটে, তবে সুদের দায় ও ইতিহাস সমানভাবে বহন করতে হবে। তবে এর মালিকানা তাদের জন্য সাব্যস্ত। নাবালগদের গুনাহর দায় বহন করা নাও হতে পারে। তবে, সাবালকরা জেনে শুনে হারাম উপার্জন বা সুদী অর্থবিত্ত থেকে পরিত্রাণের উপায় খুঁজবেন।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন