মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী প্রশ্নোত্তর

রোযা অবস্থায় বাজারে বিক্রিত প্যাকেটজাত মেসওয়াক দিয়ে মুখ পরিষ্কার করা যাবে কি?

পথিক হাসান
ইমেইল থেকে

প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২১, ৭:২৯ পিএম

উত্তর : রোজা অবস্থায় মেসওয়াক করা যায়। তবে, মেসওয়াক বা ব্রাশে কোনো স্বাদ, গন্ধযুক্ত রস, ক্যামিক্যাল ইত্যাদি থাকলে কাজটি মাকরুহ হয়। সামান্য কিছু বস্তু বা স্বাদ গলা দিয়ে নেমে গেলে রোজা ভেঙ্গে যাবে। তাই, এমন ঝুঁকি নেওয়া মাকরুহ। স্বাধ, গন্ধহীন বস্তু বা রসবিহীন মেসওয়াক, ব্রাশ কিংবা আঙ্গুল ব্যবহারে রোজা অবস্থায়ও দাঁত মাজা যায়।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
।।শওকত আকবর।। ১২ এপ্রিল, ২০২১, ১০:০৮ পিএম says : 0
আমি কোনো লেখা পাঠাতে পারিনা। কেনোনা আমার বাটন সেট দিয়ে লেখা পাঠানো যায়না।তাই শুধু কমেন্ট করে জানতে চাই।তারাবী নামাজ ১০ রেকাত পড়া যাবে কি?
Total Reply(1)
parvez ২০ এপ্রিল, ২০২১, ১০:২১ এএম says : 0
আমি মুফতি নই। তাই উত্তর দিচ্ছি না। উল্টো, ১ টি প্রশ্ন করছি। আপনার চিন্তার সহায়ক হবে। তারাবী সুন্নাতে মুয়াক্কাদাহ- ২০ রাকাত। জোহরে সুন্নাতে-মুয়াক্কাদাহ - ৬ রাকাত। সারা দুনিয়ার সবাই মিলেও যদি বলে, আজ থেকে জোহরের সুন্নাত ২/৩/৪/৫ রাকাত পড়লে হবে, সেই ইজমা কি গ্রহণ করা হবে ? তারাবীহর ব্যাপারটাও এভাবে বুঝে নিন। তবে আপনি মাযুর, তাহলে ভিন্ন কথা। ২০ রাকাতের নিয়ত রাখবেন। শরীরে যা কুলোয় , তদ্দুর আদায় করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন