উত্তর : কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় সবদিক বিবেচনা করে কোনো দিককেই প্রাধান্য দেওয়া না গেলে এবং সিদ্ধান্ত নিতে দুশ্চিন্তা বা পেরেশানীবোধ করলে বিষয়টি আল্লাহর ওপর ছেড়ে দিতে হয়। বলতে হয়, আল্লাহ আমি আপনার কাছে উত্তম সিদ্ধান্তটি কামনা করি। আপনি ভালো সিদ্ধান্তটি নিতে আমাকে সাহায্য করুন। এ ভাব নিয়ে আল্লাহর ওপর ভরসা করে সিদ্ধান্ত বা চয়েজ করে নেওয়ার নামই ইস্তেখারা। অবশ্য এর জন্য বিশেষ নফল নামাজও পড়া যায়। নামাজের মাধ্যমে আল্লাহকে বলা যে, আমার সামনের কাজটির ব্যাপারে আপনার সাহায্য চাই, যাতে আমি সঠিক সিদ্ধান্তটি নিতে পারি। সঠিক বিষয়টি বাছাই করতে পারি। এ মনোভাব নিয়ে নামাজ পড়ার পর হয় মনে একটি বিষয় প্রবল হয়ে যাবে এবং সিদ্ধান্ত নিতে সহজ হবে। এছাড়া লোকটি স্বচ্ছ বিশ্বাস ও নেক আমলওয়ালা হলে আল্লাহর তরফ থেকে স্বপ্নযোগে যে কোনো ইশারা পেতে পারে। তবে, মনে রাখতে হবে ইস্তেখারার জন্য স্বপ্ন দেখা জরুরী নয়। দোয়া ও নামাজের ফলে মনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়ার শক্তি চলে আসে। স্বপ্ন দেখতে হয় না।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন