ইনকিলাব ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে অংশ নিতে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে গত সোমবার নিউইয়র্কে পৌঁছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। তুরস্কের রাষ্ট্রীয় নিউজ এজেন্সির খবরে বলা হয়, তুর্কি প্রেসিডেন্ট এরদোগান জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে ভাষণ দেবেন। ৫ দিনের এই সফরের সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। গত ১৫ জুলাই তুরস্কে সেনা অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের এটাই প্রথম নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্র সফর। নতুন বৈশ্বিক উন্নয়ন বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যকে সামনে রেখে জাতিসংঘের ৭১তম সাধারণ পরিষদের সভায় অংশ নিতে বিশ্বনেতারা নিউইয়র্কে একত্রিত হয়েছেন। তুর্কি উপ-প্রধানমন্ত্রী বেইসি কেনাক, পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাবুসওগলু এবং বিচারমন্ত্রী বাকির বুজদাগসহ অন্যান্য মন্ত্রীর সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে প্রেসিডেন্ট এরদোগান নিউইয়র্কে পৌঁছান। গত সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, সিরিয়ায় তুরস্কের নিরাপদ অঞ্চল পাঁচ হাজার স্কয়ার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। গত মাসে তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে আইএস এবং কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে ইউফ্রেটিস শিল্ড নামক একটি অভিযান শুরু করে। এরদোগান বলেন, ইউফ্রেটিস শিল্ড অভিযানের আওতায় এখন পর্যন্ত প্রায় ৯০০ কিলোমিটার এলাকা মুক্ত করা হয়েছে। দখল বাড়ানোর জন্য আরও দক্ষিণে অগ্রসর হচ্ছে বাহিনী। আমরা প্রায় পাঁচ হাজার স্কয়ার কিলোমিটার এলাকা নিয়ে নিরাপদ অঞ্চল গড়তে পারি। আনাদোলু, বিবিসি, রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন