উত্তর : আয় রোজগারে বরকতের জন্য আল্লাহ তায়ালার নিকট অধিক পরিমাণে নিজের গোনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা। গোনাহ থেকে ফিরে এসে নেক মানুষের মতো জীবন যাপন করা। অর্থাৎ তওবা ইস্তেগফার বেশি বেশি করা। এটিই রিজিক দৌলত হায়াত ও সন্তানাদির জীবনে রহমত বরকতের বড় মাধ্যম। পবিত্র কোরআন শরীফে এভাবেই বলা হয়েছে। এর পাশাপাশি আল্লাহর নিকট কামাই রুজিতে বরকতের জন্য মন:সংযোগের সাথে দুআ করা। যে কোনো আয়াত, দুআ, দুরুদ, জিকির ইত্যাদিও করা যায়। অন্য কোনো দুআ নেক আমল, যেমন পিতামাতা আত্মীয় স্বজনের খেদমত, দান খয়রাত, মানুষের সাথে উত্তম আচরণ ইত্যাদি দ্বারাও রিজিক বৃদ্ধি পায়।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন