উত্তর : অভিভাবকের সম্মতির বাইরে যদি কোনো মেয়ে নিজের পছন্দমতো কাউকে বিয়ে করতে চায়, আর অভিভাবকগণ মেয়েটির কল্যাণ চিন্তায় যৌক্তিক কারণেই এ বিয়েতে রাজী না হন, তাহলে মেয়ে একা নিজের পছন্দের মানুষকে বিয়ে করতে পারে না। হাদীস শরীফে আছে, মহানবী (সা.) বলেছেন, যে মেয়ে তার অভিভাবকের অনুমতি ছাড়া কাউকে বিয়ে করল, তাহলে তার এ বিয়ে বাতিল বাতিল বাতিল। এ বিষয়ে ইমামগণের মধ্যে বিভিন্ন মত রয়েছে। কেউ বলেন, এ হাদিসটি নাবালিকার ক্ষেত্রে প্রযোজ্য। সাবালিকা নিজের ইচ্ছায় বিয়ে করতে পারে। কেউ আবার বলেছেন, এটি অবিবাহিতা সকল মেয়ের জন্যই। কেবল বিধবা, তালাকপ্রাপ্তা ও অধিক বয়স্কা সাবালিকার জন্য এ হাদীস প্রযোজ্য নয়। কুমারী মেয়েরা সর্ববস্থায় মেয়ের অভিভাবকের পছন্দমতো বিয়ে করবে। তবে, অভিভাবকদের উচিত নয় অন্যায় বা অযৌক্তিকভাবে কোনো মেয়ের আবেগকে অস্বীকার করা। সম্ভব হলে, শোভনীয় হলে মেয়ের পছন্দকে তারা মূল্যায়ন করতেও পারে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন