গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরে সাত জঙ্গি নিহতের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। রোববার (০৯ অক্টোবর) দুপুরে পুলিশ বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, শনিবার (০৮ অক্টোবর) গাজীপুরের পাতারটেক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি জঙ্গি আস্তানায় অভিযান চালায়। অভিযানে সাত জঙ্গি নিহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রোববার দুপুরে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করে। গাজীপুর জেলা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট ওই অভিযানে অংশ নেন।
অন্যদিকে, জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের হাড়িনাল পশ্চিমপাড়া লেবুবাগান এলাকায় একতলা একটি বাড়িতে শনিবার (০৮ অক্টোবর) ভোরে জঙ্গি আস্তানায় অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) সদস্যরা। এ অভিযানে দুই জঙ্গি নিহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত জয়দেবপুর থানায় মামলা হয়নি বলেও জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন