উত্তর : আপনি নিশ্চয়ই সাবালক। আপনার অভিভাবককে সুদ থেকে ফেরানোর চেষ্টা করা আপনার জন্য জরুরী। এরপরেও যদি তারা সুদ নেন, তাহলে সুদ নেওয়া দেওয়ার গুনাহ তাদের হবে। বাড়ি নির্মাণের পর আপনার দায়িত্ব হলো, সেখানে না থাকা। অগত্যা থাকতে হলেও ভাড়া দিয়ে থাকা। সাবালক হওয়ায় আপনার গুনাহ হবে। নাবালক শিশু বা অসহায় পোস্য হলে তাদের গুনাহ হতো না। গুনাহবিহীন বসবাসের একটি শুদ্ধ ও বৈধ পথ আপনাকে বের করে নিতেই হবে। আর না হয়, এ ঘরে থাকবেন না।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন