উত্তর : যদি কেবল আর্থিক কারণে কিংবা সংসার পরিচালনার মতো জ্ঞান-বুদ্ধি না থাকার কারণে আপনি বিবাহের বিলম্ব করেন, কিংবা বিবাহ না করেন, তাহলে আপনার জন্য এ সিদ্ধান্ত গ্রহণ করার শর্ত দুইটি। এক. আপনার জৈবিক চাহিদা পুরণ করার ব্যবস্থা না থাকায় আপনি যেন জীবনে কোনোদিনও এর কোনো অপব্যবহার না করেন। দুই. একাকী জীবন যাপন এবং বৃদ্ধ বয়সে স্ত্রী সন্তানহীনতা বা শেষ জীবনের নি:সঙ্গতার কষ্ট সহ্য করার সময় আপনার মুরব্বীদের দায়ী না করেন। তবে মনে রাখবেন বিবাহ নবী করিম (সা.) এর আচরিত রীতি। যে ব্যক্তি বিনা কারণে বিয়ে শাদীতে অনাগ্রহ পোষণ করে তার প্রতি আল্লাহর রাসূল নারাজ। অতএব, আপনার সামর্থ ও বুদ্ধি অনুযায়ী সমপর্যায়ের কোনো নারীকে বিয়ে করে ফেলুন। কেননা, বিয়ে না করা অনেক গুনাহের কারণ হতে পারে। বিশেষ করে ভাবনা চিন্তা ও নজরের হেফাজত ইত্যাদির জন্য বিবাহের বিকল্প নেই।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন