উত্তর : সম্পূর্ণ ছেচে ফেলা মাকরূহ। ঠোঁট ঢেকে যাওয়া রোধ করার জন্য মোচ কাটতে হয়। সাহাবায়ে কেরামের অনেকে মেসওয়াক রেখে গোঁফ কাটতেন। এতে গোঁফের ঠোঁটে নেমে আসা অংশ কাটা পড়তো। ই”েছ করলে আরও ছোট করে ছাটা যায়। তবে, কামানো নিষেধ। কারণ, নবী করিম (সা.) গোঁফ ছাটতে বলেছেন, কামাতে নয়।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন