উত্তর : জুমার নামাজে জোহরের সুন্নাতে মোয়াক্কাদাহ মিস হয়ে গেলে অন্যদিনের মতো পড়ে নিবেন। বাকী নফল ও ঐচ্ছিক সুন্নাত ছুটে গেলে না পড়লেও চলবে। জুমার দিনের মহব্বতে ও নামাজের প্রতি ভক্তি পোষন করায় আগে পরে নফল আকারে পড়তে পারেন। নামাজ যত বেশী পড়া যায়, ততই ভালো। সাহাবায়ে কেরাম অনেকে দিন-রাতে ৫০ থেকে ২০০ রাকাত পর্যন্ত নফল নামাজ পড়তেন। আমরা সুযোগ পেলে দু’চার রাকাত পড়ি। এটা পারতপক্ষে ছেড়ে না দেয়াই উত্তম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন