উত্তর : আকীকার জন্য বড় করে অনুষ্ঠান করা সুন্নাতের খেলাফ। আকীকার জন্য কোনো অনুষ্ঠানের কথা কিতাবে পাওয়া যায় না। কোনো উপহার বিনিময়ের চাপ, লোক দেখানো, টাকা কামাই করা বা বেপর্দাসহ অন্য গুনাহমিশ্রিত হলে আকীকার অনুষ্ঠান করা জায়েজ হবে না। আকীকার নিয়ম হলো, আকীকার প্রাণীর গোশত পরিবার পরিজন ও নিকট বন্ধুবান্ধব আত্মীয়দের নিয়ে খাওয়া। এটি একান্তই পারিবারিক রীতি। সামাজিক অনুষ্ঠান নয়। গুনাহমুক্ত হওয়ার শর্তে আকীকা উপলক্ষে একটু বড় আয়োজন জায়েজ হতে পারে। তবে, এমন ব্যাপক ব্যবস্থাপনা সুন্নত নয়।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন