উত্তর : বাচ্চার হক নষ্ট হচ্ছে না। কারণ, এখানে যদি হক নষ্ট হওয়ার বিষয় থাকতো, তাহলে মায়েরা আগের সন্তান কিছুটা বড় হলে বা দুধ ছাড়ার পরই কনসিভ করতো। যেহেতু এক বছরের মাথায়ও সন্তান হতে পারে তাই উভয় সন্তানেরই হক আছে। একজনের দুধ পাওয়া বা বড় হওয়ার হক, আরেকজনের জন্ম নেওয়ার হক এসব কষ্ট করে হলেও ম্যানেজ করতে হবে। তবে, একান্ত স্বাস্থ্যগত কারণ বা আগের শিশুর মারাত্মক ক্ষতির সম্ভাবনা থাকলে দীনদার ডাক্তারের পরামর্শে শিশুদের জন্ম বিলম্বিতকরণ কিংবা মাঝে বিরতি নেওয়ার মাসআলার সাহায্য নেওয়া যেতে পারে। কিন্তু এই মাসআলাটি সাধারণ সময়ের জন্য নয়। মা ও শিশুর প্রাণনাশের ক্ষেত্রে এই মাসআলা প্রযোজ্য। সামান্য কষ্ট বা প্রতিপালনের কারণ দেখিয়ে এই মাসআলার প্রয়োগ সঠিক নয়।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন