উত্তর : দেশের আইন অনুযায়ী এই তালাক হয়ে গেছে। পরবর্তী বিবাহও শুদ্ধ হয়েছে। আগে যেই ফোনালাপ বা দেখা সাক্ষাৎ করতো, একথাটি প্রমাণ করার জন্য শরীয়তসম্মত পদ্ধতিতে যথেষ্ট রশদ সাবেক স্বামীর হাতে নেই। তাদের মিল ছিল না কি অমিল এর সাথে মাসআলার কোনো সম্পর্ক নেই। এই স্ত্রীর নামে বা তাকে নমিনি করে টাকা রেখে আগের স্বামী মারাত্মক ভুল করেছেন, এই ভুলের কোনো সংশোধন নেই। তবে, তিনি ইচ্ছা করলে আইনের আশ্রয় নিয়ে দেখতে পারেন। যদিও শরীয়তের নিয়ম অনুযায়ী তাদের এই বিবাহ বিচ্ছেদ বা পরবর্তী নতুন বিবাহ সঠিক হয়েছে কি না, এই প্রশ্ন থেকেই যায়। তথাপি বিবাহ নিবন্ধন আইনে ১৭-১৮ কলাম অনুযায়ী একটি দোষ দেখিয়ে স্বামীর পক্ষ থেকে নিজের ওপর তালাক প্রদানের পদ্ধতি আমাদের দেশে আছে। এটির ব্যবহার করে স্ত্রী তালাক দিয়ে থাকলে এই তালাকও শুদ্ধ হবে। পরবর্তী বিবাহও শুদ্ধ হবে। টাকার জন্য আইনের আশ্রয় নেওয়া এবং এই টাকা স্ত্রীকে দেওয়া হয়নি, বরং শুধু তার নামে রাখা হয়েছিল, এই কথা কোর্টে প্রমাণ করার চেষ্টা পূর্বের স্বামী করতে পারে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন