মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইসিটি এন্ড ক্যারিয়ার

২০২৩ সালেই আসতে পারে ওয়াইফাই ৭ ডিভাইস

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২২, ৪:০৮ পিএম

চিপ নির্মাতা বৈশ্বিক প্রতিষ্ঠান মিডিয়াটেক বেশ আগে থেকে ভবিষ্যতের ওয়াইফাই ৭ স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করছে। এমনকি প্রযুক্তি অংশীদার এবং প্রধান গ্রাহকদের সামনে নতুন এ প্রযুক্তি প্রদর্শন করেছে সেমিকন্ডাক্টর কোম্পানিটি।

ওয়াইফাই ৭ বিদ্যমান ওয়াইফাই ৬ এর পরবর্তী সংস্করণ এবং ২.৪ গুণ অধিক গতিসম্পন্ন।

নতুন ওয়াইফাই স্ট্যান্ডার্ড ৩২০ মেগাহার্জ চ্যানেলের সর্বোচ্চ ব্যবহার, ফোরকে কিউএম এবং মাল্টি ইউজার রিসোর্স ইউনিট (এমআরইউ) ব্যবহার করবে এবং বিদ্যমান ২.৪ গিগাহার্জ, ৫ গিগাহার্জ এবং ৬ গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতেও কাজ করবে।

মিডিয়াটেক জানিয়েছে, ওয়াইফাই ৭ সমর্থিত প্রথম ডিভাইস ২০২৩ সালে বাজারে আসতে পারে। সেটি নমুনা স্পেসিফিকেশনের ওপর ভিত্তি করে তৈরি হবে। তবে আইইইইর সনদপ্রাপ্ত ডিভাইস বাজারে আসতে ২০২৪ সাল লেগে যেতে পারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন