প্রশ্নের বিবরণ : আমি ছোট ছোট কিছু সূরা পারি, আর বড়বড় সূরার ভাঙ্গা ভাঙ্গা অংশ পারি। যেমন ইয়াছিন, হাদিদ, মুলক, রহমান এসব সুরার কিছু অংশ মুখস্থ পারি। এখন যদি আমি তাহাজ্জুদের নামাজ দীর্ঘ করার জন্য, সিরিয়াল ঠিক রেখে এসব সূরার ভাঙ্গা অংশ একসাথে এক রাকাতে পড়তে পারব কি?
উত্তর : পারবেন। সিরিয়াল ঠিক রেখে পড়তে হবে। তবে, এটি উত্তম নয়। ছোট্ট কেরাতেই নামাজ পড়–ন। সূরা দিয়ে পড়–ন। নামাজের রাকাত বেশি হোক, দীর্ঘ রুকু সেজদা করবেন, নামাজ সুন্দর হবে। আপনি যেভাবে বলেছেন, কেবল নফল নামাজই এমন করতে পারেন।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন