প্রশ্নের বিবরণ : আমি একটা ফার্মের মুরগী কিনার পর ডেসিং করি। ড্রেসিং করার পর একজন বলল, মুরগিটি ডেসিং করার কারণে হারাম হয়ে গেছে। এর কারণে সে বলল, এই মুরগিটি যে গরম পানিতে চুবানো হয়েছে সে পানিতে অনেকগুলি মুরগি চুবানো হয়। একবারে নাকি একটি মুরগি ড্রেসিং করতে হবে। তারপর নতুন পানি দিয়ে অন্য মুরগি ড্রেসিং করতে হবে? অন্যথায় এই মুরগি খাওয়া হারাম হবে। কথাটি কতটুকু সত্য?
উত্তর : বাসায় নিয়ে মুরগীটিকে ভালো করে নতুন পানি দিয়ে ধুয়ে খেতে পারবেন। নাপাক পানিতে ড্রেসিং করা হলেও পরে পাক পানিতে আলাদাভাবে তিনবার ধোয়ার ফলে গোস্তগুলো পাক হয়ে গেছে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন