শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইসিটি এন্ড ক্যারিয়ার

হোয়াটসঅ্যাপে ব্লক নাম্বারেও পাঠানো যাবে মেসেজ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৩৮ পিএম

বিরক্তিকর নাম্বার কিংবা প্রিয়জনের সঙ্গে মনোমালিন্য হলে হোয়াটসঅ্যাপে একজন আরেকজনকে ব্লক করেন। ব্লক যদিও কোনো সমস্যার সমাধান নয়।

তবে অনেকেই ব্লক অপশনের ব্যবহার করেন। আর ব্লক করলে দুই ব্যক্তির মধ্যে কোনোভাবেই মেসেজ আদান প্রদান সম্ভব হয় না।

ধরুন, আপনার নাম্বারটি কেউ হোয়াটসঅ্যাপে ব্লক করেছে? তবে আপনি তাকে মেসেজ পাঠাতে চাচ্ছেন, তাহলে কী করণীয়?

আসলে ব্লক করা নাম্বার থেকে মেসেজ পাঠানো হলেও নির্দিষ্ট ব্যক্তির কাছে তা পৌঁছায় না। তাহলে উপায় কী?

ব্লক এড়িয়েও মেসেজ করার সহজ উপায় আছে। এই পদ্ধতি মেনে চললে খুব সহজেই ব্লক করা ব্যক্তির কাছে পৌঁছে যাবে আপনার মেসেজ। জেনে নিন উপায়-

প্রথমে নিজের হোয়াটসঅ্যাপে ঢুকুন। এরপর ডানদিকের একদম উপরে দেখতে পাবেন তিনটি ডট দেওয়া মেনু।

সেখানে ক্লিক করতেই (ডিলিট অ্যাকাউন্ট) অপশন পাবেন। ওই অপশনে ক্লিক করে ডিলিট করুন আপনার বর্তমান অ্যাকাউন্টটি।

এরপর আবারও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলুন আগের নাম্বারেই। একে বলা হয় রি ইনস্টল পদ্ধতি। এটি সম্পন্ন হলে নিজের ছবি দিয়ে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করুন।

তারপর যে ব্যক্তি আপনাকে ব্লক করেছে সেই নম্বরে পুনরায় মেসেজ করুন। এবার দেখবেন ওই নম্বরে মেসেজ ডেলিভার হবে।

তবে আপনি যদি কর্মক্ষেত্রে কিংবা বিশেষ কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড থাকেন, তাহলে অ্যাপটি রি ইনস্টল করা হলে সব গ্রুপ থেকে বের হয়ে যাবেন। তাই জেনে বুঝে তবেই এই ট্রিকস অনুসরণ করুন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন