প্রশ্নের বিবরণ : আমি বিবাহিত। আমি এবং আমার স্ত্রী যে রুমে থাকি মাঝে মাঝে আমার আম্মু সে রুম ঝাড়ু দিতে কিংবা এটা সেটা পরিষ্কার করতে আসে। এতে আমার স্ত্রী কষ্ট পায়। এটা তার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ বলে মনে হয়। কারণ রুমে তার কিছু ব্যক্তিগত জিনিসপত্র থাকে। এক্ষেত্রে আমার করণীয় কি বললে খুব উপকৃত হব।
উত্তর : স্ত্রীকে ব্যক্তিগত জিনিষ চোখের আড়ালে রাখতে বলবেন। মা প্রয়োজনে পুত্রবধুর ঘরে আসতেই পারেন। এটি উত্তম আচরণের সাথে মেনটেইন করতে হবে। পুত্রবধু যদি আরও বেশি প্রায়োরিটি চায়, তবে এক বাড়িতে থাকা হবে না। পুত্রবধুর উচিত আরও কম জায়গায় অথবা একই ঘরে পর্দা বা পার্টিশন দিয়ে দিয়ে বড় ফ্যামিলিগুলো কীভাবে বাস করে তা দেখা ও চিন্তা করা। স্বামীর মায়ের প্রতি রাগ করে স্বামীকে প্রেশার দেওয়া বা রাগ দেখানো হারাম। পারিবারিক ও সামাজিক শিক্ষা না থাকায় এসব খুঁটিনাটি বিষয় নিয়ে পরিবারে অশান্তি হয়ে যায়।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন