প্রশ্নের বিবরণ : চার রাকাত সুুন্নাত নামাযে প্রথম রাকাতে সূরা আল আসর, দ্বিতীয় রাকাতে সূরা কাওসার, তৃতীয় রাকাতে সূরা লাহাব এবং চতুর্থ রাকাতে সূরা আন নাস। এই ধারাবাহিকতায় কি সুন্নত নামায পড়া যাবে?
উত্তর : পড়া যাবে। তবে সুরা আসর, আল কাউসার, এর সাথে ক্বুল হুয়াল্লাহ ছোট মাপের সূরা হিসাবে খাপ খায়। এখানে তাব্বাত ইয়াদা একটু বড় সূরা। দুই রাকাত বা তিন রাকাত বিশিষ্ট সূরায় প্রথমে উল্লেখিত তিনটি সূরা তরতীব অনুযায়ী পড়া সুন্দর হয়। যদি কারও জানা থাকে, তাহলে প্রথম থেকে চারটি সূরা একটির চেয়ে আরেকটি সমান বা ছোট হওয়া উত্তম। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তবে, যে কোনো তরতীবে পড়লেও নামাজ সহীহ হবে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন